ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে রাসেল ছোটবেলা থেকেই বাবার সাথে হাল চাষে ছিল অভ্যস্ত। কিন্তু তার ইচ্ছে ছিল কিছু আলাদা করার।
SAASCO Foundation-এর Rural Development Programme-এর অধীনে রাসেল পেয়েছে আধুনিক কৃষি প্রশিক্ষণ, কীভাবে অর্গানিক সার তৈরি করতে হয়, কীভাবে কম খরচে বেশি ফলন পাওয়া যায়।
মাত্র এক বছরের মধ্যেই সে তার ছোট জমিতে শুরু করে বায়োগ্যাস ও জৈবচাষ। আজ রাসেল তার এলাকাতেই প্রশিক্ষণ দেন নতুন প্রজন্মকে।
তিনি বলেন,
"আগে শুধু কষ্ট করতাম, এখন কষ্টের মানে বুঝি। এখন আমি গর্বিত একজন কৃষক।"