Medium of Instruction Approved List 07 Jul, 2024 - BY Admin
রুবিনার সেলাই মেশিনে বোনা হয় স্বপ্ন

রুবিনা আগে অন্যের বাসায় কাজ করতেন। বেতন কম, সম্মানহীন, আর দিনশেষে ক্লান্তির গ্লানি।

SAASCO Foundation যখন তার গ্রামে ‘Skill Training for Women’ চালু করে, তখন তিনি কিছুটা সংশয়ে ছিলেন। "আমি কি পারবো?" – এমন প্রশ্ন ছিল চোখে মুখে।

কিন্তু তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষ করে রুবিনা এখন নিজের ঘরে ছোট একটি সেলাইয়ের কাজ শুরু করেছেন। গ্রাম থেকে অর্ডার পান, পাশের বাজারে কাপড় কিনে এনে জামা-কাপড় বানান।

আজ সে শুধু নিজের সংসার চালাচ্ছেন না, বরং প্রতিবেশী আরেক জন মহিলাকেও কাজ শিখিয়ে দিচ্ছেন।

রুবিনা বলেন,
"SAASCO আমাকে শুধু সেলাই শেখায়নি, আত্মবিশ্বাসও দিয়েছে। এখন আমি কারো বাসায় কাজ করতে যাই না—মানুষ আমার কাছে আসে।"