হাসানের বয়স এখন ১১। মাত্র এক বছর আগেও সে সকালবেলা বই হাতে স্কুলে যেত। কিন্তু হঠাৎ তার বাবার কাজ চলে যায়। সংসারে টানাটানি, খাবারই যখন জোটে না—তখন স্কুল যেন বিলাসিতা।
হাসান পড়া ছেড়ে দেয়, রাস্তায় চা দোকানে কাজ শুরু করে। মুখে ছিল নীরবতা, চোখে চাপা কষ্ট। ঠিক তখনই SAASCO Foundation-এর ‘Back-to-School Drive’ তার জীবনে আলো নিয়ে আসে।
আমাদের টিম হাসানের পরিবারকে খুঁজে বের করে, তার বাবার সঙ্গে কথা বলে এবং হাসানকে আবার স্কুলে ফেরানোর দায়িত্ব নেয়। সে পেয়েছে নতুন ইউনিফর্ম, ব্যাগ, বই, জুতা—সব কিছু একসাথে।
এখন সে প্রতিদিন স্কুলে যায়, ক্লাসে হাত তোলে, খেলাধুলা করে। তার চোখে আগের সেই চাপা কষ্ট নেই—আছে স্বপ্নের ঝিলিক। হাসান এখন বলে,
"আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। যাতে আর কোনো বাবাকে কাজ হারিয়ে ছেলের স্কুল ছাড়তে না হয়।"